বেনাপোলে ভ্রমণ কর ফাঁকি, মূল হোতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

0

বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসের ট্রাভেল ট্যাক্স ফাঁকি প্রতারণা চক্রের মূল হোতা শামীমের বিরুদ্ধে মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আসামিরা হলেন- শামীম হোসেন, হাসান আলী, নজরুল ইসলাম, মোহন, মিলনসহ তাদের চার সহযোগী, বৃহস্পতিবার রাতে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এফএম আতিকুর রহমান বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন। মামলায় এই ৯ জন ছাড়াও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

ওই রাতেই অভিযুক্ত শামীমের দুই সহযোগী জসিম ও বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেনাপোল থেকে দূরপাল্লার সব পরিবহন বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে চেকপোস্ট এলাকায় দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

এদিকে ট্রাভেল ট্যাক্স স্লিপ জালিয়াতির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *