ডিএনএ শনাক্তকৃত ৮ জনের পরিবার ক্ষতিপূরণ পাচ্ছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত আটজনের পরিবার ক্ষতিপূরণ পাচ্ছেন। রাষ্ট্র ও প্রতিষ্ঠান থেকে সহায়তা দিতে ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। গত ১৪ জুলাই ‘অনেক নিহতের পরিবার দাফনের খরচ পর্যন্ত পায়নি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি কর্তৃপক্ষের নজরে এলে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
শুক্রবার ইউএনও মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও শাহাদাত জানান, বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণে আহত সকলের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাদের লাশ শনাক্ত করা হয়েছে তাদের স্বজনরা ক্ষতিপূরণ পেয়েছেন। যাদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে তাদের পরিবারকেও রিপোর্ট পাওয়ার পর সহায়তা দেওয়া হবে। সদ্য শনাক্তকৃত আটজনের ডিএনএ তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট অফিস ও ডিপো কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
গত ৪ জুন উপজেলার সোনাইছড়িতে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ১০ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৫১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো ১৬টি অজ্ঞাত লাশের ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে।