আবদুচ্ছালাম ইছাপুরী (রহ.) ১৪৫ তম জশনে মৌলেদ শরীফ কাল
যুগশ্রেষ্ঠ অলি-এ কামেল হযরত মাওলানা শাহছুফী ছৈয়দ আবদুচ্ছালাম ঈছাপুরীর (রহ.) ১৪৫তম মৌলেদ শরীফ আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর আস্তানা-এ-ঈছাপুরী দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় মৌলেদ শরীফ আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শাহছুফী হযরত মাওলানা ছৈয়দ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহ.) হলেন আধ্যাত্মিক জগতের উজ্ঝল নক্ষত্র, যুগশ্রেষ্ট মহান সাধক ও জ্ঞান তাপস। অকল্পনীয় ঈমানী ও রূহানি শক্তি, আল্লাহতায়ালার ইচ্ছার উপর নিঃশর্ত আত্মসমর্পণ ও আত্মত্যাগ ছিল তার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য।
জশনে মৌলুদ শরীফে উপস্থিত হয়ে আল্লাহর বিশেষ ফজল, করম, রহমত ও নেয়ামত হাছিল করতে সকল ধর্মপ্রাণ ভাইদের প্রতি আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি, সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

