শেখ আব্দুল আজাদ সিআইপি নির্বাচিত
বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল আজাদ। বৃহস্পতিবার চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বেঙ্গল পার্ক ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এক অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক সুলতান আহমেদ, খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডাঃ মুলকুতুর রহমান, জামাল উদ্দিন আহমেদ, কাজী মুহাম্মদ নাসির উদ্দিন, আজীজুল হক চৌধুরী এবং দিলশাদ আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ শেখ আবদুল আজাদকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার শেখ আবদুল আজাদকে সিআইপি নিযুক্ত করায় আমরা আনন্দিত ও গর্বিত। নেতৃবৃন্দ শেখ আবদুল আজাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। জবাবে জনাব আজাদ বেঙ্গল পার্কের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, জনাব আজাদ প্রায় ১৫ বছর যাবৎ নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে বসবাস করছেন এবং জন্ম সূত্রে তিনি চট্টগ্রামের রাউজানের সন্তান।

