আগামী কান উৎসবে বাংলাদেশের স্টল থাকবে: তথ্যমন্ত্রী
ফ্রান্স সফররত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আগামী বছর থেকে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্টল থাকবে। রোববার কান উৎসবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বৃহস্পতিবার, মন্ত্রী কান চলচ্চিত্র উৎসবে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে যৌথভাবে ‘মুজিব: এ শেপ অফ আ নেশন’ সিনেমার ট্রেলার উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, “কান উৎসবে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: রূপকার অব আ নেশন’-এর ট্রেলার উদ্বোধন করতে এখানে এসেছি। আগামী বছর বাংলাদেশে উৎসবের সিনেমা মার্কেট ‘মার্শে ডু ফিল্ম’-এ একটি স্টল রাখার পরিকল্পনা করছি।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিষ্ঠা ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য বাংলা সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে দেওয়া। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই লক্ষ্যেই কানসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে অংশ নেব। ‘
‘