সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু
সুন্দরবনে বাঘের আক্রমণ। কাওসার গাইন (২৮) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে পশ্চিম সুন্দরবনের নোটবেকি খেজুরদানা এলাকায় মধু সংগ্রহ করতে গেলে বাঘের কবলে পড়েন তিনি।
কাওছার গাইন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খলিশাবুনিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক গাইনের ছেলে। তার একটি মেয়ে আছে।
কাওছার সহযোগী মোশাররফ গাইন ও আলম হোসেন জানান, ১৩ দিন আগে বুড়িগোয়ালিনী স্টেশনের অনুমতি নিয়ে ১৩ জনের দুই দলে সুন্দরবনে যান। শনিবার দুপুরে একটি গাছের নিচে মধু নিতে দাঁড়ানোর সময় একটি গরুর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। মিত্ররা জড়ো হওয়ার আগেই বাঘটি কাওছারকে টেনে নিয়ে যায় বনের গভীরে। শনিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার লাশ পাওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু হাসান জানান, কাওছার তার গ্রামের মোশাররফ, আলম, সাইফুল মোড়ল ও আব্দুল মাজেদকে নিয়ে মধু কাটতে গিয়ে বাঘের কবলে পড়ে। তার মরদেহ উদ্ধারের জন্য বনকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ইউপি সদস্য জানান, ১৩ বছর আগে কাওছার বাবা আবদুর রাজ্জাকও বাঘের আক্রমণে মারা যান।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, রোববার সকালে বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যুর খবর পান তারা। বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করায় নিহত বন্দিদের পরিবারকে বন আইনের সব আর্থিক সুবিধা দেওয়া হবে।