রেললাইনে ট্রাক থেকে ৬টি লোহার অ্যাঙ্গেল পড়ে যায়

0

Description of image

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রাকের লোহার তৈরি ছয়টি বড় অ্যাঙ্গেল রেললাইনের উপর। সোমবার রাত ৮টার দিকে রেললাইনে লোহার অ্যাঙ্গেল পড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার অ্যাঙ্গেল বোঝাই একটি ট্রাক শ্রীপুর লেভেল ক্রসিং দিয়ে মাওনার দিকে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় আচমকা ধাক্কায় পড়ে যায় ট্রাকটি। ফলে ট্রাকের সাতটি বড় লোহার অ্যাঙ্গেল রেললাইনের ওপর পড়ে যায়। এ সময় আশেপাশে লোকজন না থাকায় কেউ হতাহত হয়নি।

অ্যাঙ্গেলের কারণে শুধু রেললাইন নয় শ্রীপুর-গোসিঙ্গা সড়কও বন্ধ ছিল। শ্রীপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শামীমা জাহান এসব ভারী অ্যাঙ্গেল অপসারণের জন্য একটি বড় ক্রেন এনেছেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১১টায় আবার ট্রেন চলাচল শুরু করে। দুই পাশে আটকে পড়া ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।