জানুয়ারি 30, 2026

জমিয়তুল ফালাহ মসজিদে ঈদে মিলাদুন্নবী আগামীকাল রবিবার: এশার নামাজ পড়াবেন পীরে আল্লামা সৈয়্যদ সাবির শাহ(মজিআ)

Screenshot_20250920-180216

জমিয়তুল ফালাহ মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজন করা হয়েছে। আগামীকাল রবিবার বাদ আসর মিলাদুন্নী মাহফিল শুরু হয়ে বাদ এশা শেষ হবে। জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদ এ মাহফিলের আয়োজন করছে।

Description of image

মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ সাবির শাহ (মজিআ)। তিনি এশার নামাজে ইমামতি করবেন। বিশেষ অতিথি থাকবেন আওলাদে রাসুল সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মজিআ) ও সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ (মজিআ)। মাহফিলের উদ্বোধন করবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও আন্তর্জাতিক শাহাদাত-এ-কারবালা মাহফিল পর্ষদের পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

মাহফিল সফল করতে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।