পাথরঘাটা ডক ইয়ার্ডে ৫টি ট্রলারে আগুন লেগেছে

0

বরগুনার পাথরঘাটায় একটি ডক ইয়ার্ড মেরামত করতে আসা পাঁচটি ফিশিং ট্রলারে আগুন লেগেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল কাদেরের মালিকানাধীন একটি ডকইয়ার্ডে আগুন লাগে বলে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ সরকার জানান।

তোফায়েল জানান, পাথরঘাটা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে ইলিয়াস কোম্পানির একটি ট্রলার, সেলিম ফরাজীর একটি ও পানু রাধির দুটি ট্রলার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া এনামুল হোসেনের একটি ট্রলার আংশিক পুড়ে গেছে।

ডকইয়ার্ডের মালিক আব্দুল কাদের বলেন, তবে রাতে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না। তবে কেউ শত্রুতার জের ধরে আগুন লাগিয়ে থাকতে পারে বলে আমার ধারণা। ‘

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের নেতা শাহজাহান সিকদার জানান, সমুদ্রগামী পাঁচটি মাছ ধরার ট্রলার মেরামতের জন্য ডকইয়ার্ডে রাখা হয়েছে। ট্রলারগুলোতে দাহ্য পদার্থ ছিল। আগুন লাগার সময় প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *