আয়ান শর্মাকে গ্রেফতারসহ তার পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধন
বীর চট্টলাবাসী ও সাধারণ সনাতনী সমাজের ব্যানারে আয়ান শর্মাকে গ্রেফতারসহ তাঁর “দৈনিক চট্টগ্রাম প্রতিদিন” ও “আলোকিত চট্টগ্রাম” পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে এক মানবন্ধন করা হয়েছে।
১০ আগস্ট, রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, বহুল সমালোচিত কথিত গণমাধ্যম “দৈনিক চট্টগ্রাম প্রতিদিন” ও “আলোকিত চট্টগ্রাম” পত্রিকাটি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা মেনে চলছে না। গণমাধ্যম আইন উপেক্ষা করে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করার পাশাপাশি চাঁদাবাজি ও অপসাংবাদিকতায় লিপ্ত।

বক্তারা দাবি করেন, এই পত্রিকার প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা বিভিন্ন সময় বিভিন্ন রুপে আলোচিত। সে রাজনৈতিক দলের নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ছবি তুলে তা ব্যবহার করে সমাজে তার প্রভাব বিস্তার করে। বহুবার তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোন এক অদৃশ্য হাতের কারসাজীতে সে পার পেয়ে যায়। আয়ান শর্মা জুলাই বিরোধী জানিয়ে বক্তারা বলেন, সে পতিত স্বৈরাচারী চক্রের হয়ে কাজে লিপ্ত এবং ২৪ জুলাইয়ের গণতান্ত্রিক অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরোধিতা করে সংবিধানবিরোধী অবস্থান নিশ্চিত। অথচ এতদিনেও তাকে আইনের আওতায় না আনা অত্যন্ত হতাশাজনক এবং জাতির জন্য বিপদজনক।

বক্তারা আরও বলেন চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযুক্ত আসামী আয়ান শর্মাকে গ্রেফারের দাবি জানিয়ে, আয়ান শর্মা চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং তার বিরুদ্ধে অর্ধশতেরও বেশি ফৌজদারি মামলা বিচারাধীন, যার মধ্যে রয়েছে চাঁদাবাজি, প্রতারণা ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ। তারা বলেন, তিনি একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে তথ্যপ্রমাণহীন অপপ্রচার চালিয়ে দেশজুড়ে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছেন। বড় বড় গ্রুপ অব কোম্পানির মালিকদের সংবাদ প্রকাশের ভয়ভীতি দেখিয়ে বিজ্ঞাপন আদায় করে। এছাড়া বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি ও চটকদার হুমকির মাধ্যমে জিম্মি করে অর্থ আদায়েরও অভিযোগও করা হয়।
সম্প্রতি শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি নিয়ে অবৈধভাবে জোরপূর্বক কমিটি দিয়ে পতিত স্বৈরাচার আওয়ামীলীগকে পুনর্বাসনের মাধ্যমে সাধারণ সনাতনীদের উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে বলেও মানবন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন। সেইসাথে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির জন্য জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তারা। মানববন্ধন শেষে আয়ান শর্মার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
সূত্রঃ দৈনিক আমাদের সময়
