এবার ছিনতাইকারীর ছুরির আঘাতে নিহত হলেন চিকিৎসক

0

Description of image

রাজধানীর শেওড়াপাড়ায় বুলবুল হোসেন নামে এক ডেন্টাল চিকিৎসককে ছিনতাইকারী ছুরিকাঘাতে হত্যা করেছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মিরপুর বিভাগের ডিসি আফম মাহতাবউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, বুলবুল হোসেন নামের একজন ডেন্টাল চিকিৎসক সকালে নোয়াখালীর উদ্দেশে  রওনা দেন।বাসা থেকে বের হলে তিনি ছিরতাইকারির কবলে পড়েন এবং ছুরিকাঘাতে নিহত হন।তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজধানীর মগবাজারে ‘রংপুর ডেন্টাল’ নামে একটি দন্ত চিকিৎসক বুলবুলের চেম্বার রয়েছে। সেখানে নিয়মিত দাঁতের সেবা দিতেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।