সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন

0

Description of image

জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও সাবেক বিচারপতি সাহাবুদ্দিন আহমেদকে।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, সাহাবুদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে।

এর আগে শনিবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমাই গ্রামে নিজ বাড়ি প্রাঙ্গণে সাহাবুদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টার পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

সাহাবুদ্দিন আহমেদ শনিবার সকাল ১০টা ২৮ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।