চার খাতে দুর্নীতির ৩২টি উৎস: দুদক

0

ওষুধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সাব-রেজিস্ট্রি অফিস এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দুর্নীতির ৩২টি কারণ উল্লেখ করে বার্ষিক প্রতিবেদন তৈরি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সন্ধ্যা ৬টায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে চার সদস্যের দুদকের একটি প্রতিনিধি দল দুদকের ২০২০ ও ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন জমা দেবে। আবদুল হামিদের কাছে।

দুদকের প্রতিনিধি দলে থাকবেন দুদক কমিশনার মো. মোঃ মোজাম্মেল হক খান, জহুরুল হক, সম্পাদক মো. মাহবুব হোসেন।

দুদক সচিব বলেন, প্রতিবেদনে ওষুধ প্রশাসন অধিদপ্তরে ১০টি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ-তে ছয়টি, সাব-রেজিস্ট্রি অফিসে ১০টি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ছয়টি দুর্নীতির সূত্র উল্লেখ করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধে চারটি খাতে যথাক্রমে ৫, ৬, ১০ ও ১৩টি সুপারিশ করা হয়েছে।

করোনা মহামারির কারণে গত ২০২০ সালের প্রতিবেদন জমা দিতে পারেনি দুদক। তাই এবার দুই বছরের প্রতিবেদন একসঙ্গে জমা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *