রাজধানীর ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়া শুরু

0

Description of image

রাজধানী ঢাকায় ভাসমান মানুষকে টিকা দেওয়া শুরু করেছে সরকার। রোববার রাত সোয়া ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনের ফ্লোটারদের টিকা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ড. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাসমান জনসংখ্যাকে টিকা দেওয়া হচ্ছে, তিনি আরো বলেন, “দেশের সব ভাসমান জনগোষ্ঠীকে ধীরে ধীরে টিকার আওতায় আনা হবে।

অনুষ্ঠানটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা ব্র্যাক দ্বারা সমন্বয় করা হয়।

এদিকে রোববার বিকেলে রাজধানীর মিরপুর এলাকার জামিয়া সিদ্দিকিয়া নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।