বাসে যত আসন থাকবে তত যাত্রী বহন করবে, মালিকদের দাবি মেনে নিয়েছে সরকার
পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে গণপরিবহন চলবে।
এনায়েত উল্লাহ বৃহস্পতিবার বিকেলে বলেন, সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম মৌখিকভাবে জানিয়েছেন, অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশ বাতিল করে নতুন নির্দেশনা জারি করা হবে।
এর আগে বুধবার বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিতে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ভাড়া নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। তবে আগামী শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালাতে বলা হয় পরিবহন মালিকদের।
অপরদিকে পরিবহন মালিকরা তাদের আসনে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালাতে নারাজ। তারা সমান সংখ্যক যাত্রী নিয়ে বাস চালাতে চায়। অর্ধেক আসন খালি রেখে বাস চালাতে মালিকরা সরকারের কাছে ভর্তুকি চান। সমান সংখ্যক যাত্রী নিয়ে বাস চালানোর দাবি বিবেচনা করে বিষয়টি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিআরটিএ। তাদের মধ্যে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, গণপরিবহন চলবে সমান সংখ্যক যাত্রী নিয়ে।