আবারও বাড়ছে করোনা সংক্রমণ।দেশে একদিনে ১২ জনের মৃত্যু, ৩৩৫৯ জন শনাক্ত

0

Description of image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৮১২৩ এ দাঁড়িয়েছে।

একই সময়ে, ৩৩৫৯ নতুন করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় ২৭৪৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২৭ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে, সনাক্তকরণের হার ১২.৩ শতাংশ।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৩০২ জন সুস্থ হয়েছেন, এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নিহত ১২ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে একজন করে মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।