আজ উচ্ছেদ হবে সাদিক এগ্রো

0

সাম্প্রতি ছাগলকান্ডের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্তৃপক্ষ আজ মোহাম্মদপুরের সাদিক এগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে অভিযান শুরু হবে বলে জানা গেছে। যার জন্য বুধবার ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে তিন প্লাটুন পুরুষ পুলিশ  ও এক প্লাটুন মহিলা পুলিশ ফোর্স চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন জোন-৫ এর অধীন মোহাম্মদপুরের বেড়িবাঁধের আশেপাশে খাল ও রাস্তার স্থলে সাদিক এগ্রো লিমিটেডের অবৈধ নির্মাণ অপসারণ করা হবে। .

এ বিষয়ে ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫ এর এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে তারা (সাদিক এগ্রো) রামচন্দ্রপুর খাল ভরাট করে খামার করেছে। সড়কে বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল।তাদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু খামার কর্তৃপক্ষ এসব বিষয়ের কোনো তোয়াক্কা করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, খালের ওই অংশের অবৈধ দখলদার সাদিক এগ্রোকে একাধিকবার কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

উল্লেখ্য, সাদিক এগ্রো ফার্মের মালিক গরু খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি ইমরান হোসেন।

ঈদুল আজহার আগে সাদিক এগ্রোর ১৫ লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক তথ্য আসতে থাকে।

এরপর একে একে এনবিআরের মতিউরের সম্পদের তথ্য বেরিয়ে আসতে থাকে। সাদিক এগ্রো এখন উচ্ছেদ হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *