দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেল ধাক্কা, ২ বন্ধু নিহত

0

গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তার পাশে রাখা ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার গোইলাকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

Description of image

নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মৃত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে মো. ফয়েজুল মাতুব্বর (১৫) ও একই গ্রামের মো. ওমর আলী শেখের ছেলে মো. হাফিজুল শেখ (১৮)।

বৃহস্পতিবার সকালে সিন্ধিয়া ঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসএম জালাল বিন আমির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফয়জুল ও হাফিজুল মোটরসাইকেলে করে দক্ষিণ গঙ্গারামপুর থেকে জলিরপাড় যাচ্ছিলেন। গোয়ালকান্দি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফয়জুল নিহত হন। গুরুতর আহত হাফিজুলকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।