জানুয়ারি 30, 2026

সীতাকুণ্ডে বাল্কহেড ডুবে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার

Untitled design (3)

সীতাকুণ্ডে সাগরে ডুবে বালুভর্তি বাল্কহেডের নিখোঁজ আরও এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ। নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল মান্নান নামে আরেক শ্রমিক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

Description of image

কুমিরা ফাঁড়ির নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক দলের সহায়তায় উপজেলার কুমিরা ঘাটঘর ব্রিজ থেকে অন্তত ৫০০ গজ দূর থেকে সাগরে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

তার নাম সোনা মিয়া। বয়স আনুমানিক ৫০ হবে। গত ২৫ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে বালু ভর্তি বাল্কহেডটি সন্দ্বীপ যাওয়ার পথে সীতাকুণ্ড উপকূলীয় এলাকা দিয়ে যাওয়ার সময় ঢেউয়ের আঘাতে বাল্কহেডের পেছনের অংশ ডুবে যায়।

এ সময় বাল্কহেডের ৪ নৌ কর্মী নিখোঁজ হন। এতে সোনামিয়াসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে আবদুল মান্নান এখনো নিখোঁজ রয়েছেন। তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন জানান, সাগরে নিখোঁজ হওয়া তিনজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আবদুল মান্নান নামে আরেক শ্রমিক নিখোঁজ রয়েছেন।