জানুয়ারি 30, 2026

ফুটপাত পুর্নদখল রোধে চসিকের উচ্ছেদ অভিযান।নিউমার্কেট-ফলমন্ডি

Untitled design

নগরীর নিউমার্কেট মোড় থেকে ফলমন্ডি পর্যন্ত রাস্তার ফুটপাতে পুনরায় দখল রোধে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিএইচএসআইসি)। গতকাল পরিচালিত অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

Description of image

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা। তিনি বলেন, রাস্তা, ড্রেন ও ফুটপাথ দখলের জন্য জরিমানা করা হয়েছে। আমরা ফুটপাত দখল হতে দেব না। পুরো নগরীর সব ফুটপাত ও সড়ক আমাদের কর্মসূচির আওতায় আসবে। তাদের বারবার বলা হয়েছে ফুটপাত দখল করা যাবে না। আজকে (গতকাল) মাইকিং করে আমরা তাদের সরে যেতে বলেছি, যারা এখনো সরেনি তাদের সরিয়ে দিয়েছি। ফুটপাতে কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই। পুনর্দখল রোধে মনিটরিং অব্যাহত থাকবে।