গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

0

রাঙামাটির কাপ্তাইয়ে উক্যাসিং মারমা (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Description of image

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝিপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সীমাঘরে এ ঘটনা ঘটে।

উক্যাসাইং মারমা ওই এলাকার ডংনালা আপার গ্রামের মাংথওয়াই মারমার ছেলে। সে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানক্য মারমা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বৌদ্ধ বিহারের সীমা বাড়িতে ওই যুবক আত্মহত্যা করেন। তিনি বৌদ্ধ বিহারে পড়াশুনা করতেন।

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।