কোম্পানীগঞ্জে নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার

0

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক দুই স্থান থেকে এক নবজাতক ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Description of image

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুনমুন নাহার (২৮) ও ৩ নম্বর ওয়ার্ডের কাবিল হাফেজের বাড়ির সামনের খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরকাঁকড়া ইউনিয়নের একটি খালে কার্টুনে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপরদিকে, চরফকিরা ইউনিয়নে মুনমুন নাহার নামে এক গৃহবধূর লাশ ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জেরে বুধবার দুপুরে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। ওই দিন সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।