নাটোরে স্বাস্থ্যকর্মীর গলা কাটা লাশ উদ্ধার

0

নাটোরের লালপুরে আম বাগানের পাশে একটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী মাহমুদা আক্তার বিথী (৩২) এর কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

Description of image

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মধুবাড়ী তোফাকাটা মোড় এলাকার আম বাগানের কাছে ওই স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তরুণী মাহমুদা আক্তার বিঠি (৩২) উপজেলার বারমাহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে এবং স্থানীয় আনোয়ার ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ উজ্জল হোসেন জানান, শুক্রবার সকালে এলাকাবাসী কালাইয়ের জমিতে কালাই সংগ্রহ করতে আসলে আম বাগানের পাশে গলা কাটা অবস্থায় ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ন্যাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই খুনের কারণ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। শিগগিরই হত্যাকাণ্ডের সমাধান করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।