মিরসরাইয়ে লরির ধাক্কায় তিন শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার সৈখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫) একই থানার রায়পুর এলাকার মালেক বেপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২) ও মাসুদ মিয়া (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিল এলাকার হুমায়ন কবিরের ছেলে, নিহতরা সবাই কুর্নফুলী গ্যাস লাইনে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাস্তার পাশে কাজ করতে যাওয়ার সময় বেপরোয়া দ্রুতগামী লরির ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অপর এক শ্রমিককে গুরুতর জখম অবস্থায় পাঠানো হয়েছে। কিন্তু তার পরিচয় পাওয়া যায়নি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে দ্রুতগামী লরির ধাক্কায় তিনজন নিহত হয়। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। লরিটি আটক করে থানায় নিয়ে আসা হলেও চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।