ছয় বিভাগে আ:লীগের মনোনয়ন চূড়ান্ত

0

রাজশাহী ও রংপুরের পর এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “আরো চারটি ক্যাটাগরির মনোনয়ন চূড়ান্ত হয়েছে। অনেক নতুন এসেছেন, কেউ কেউ বাদ পড়েছেন। আমরা উইনেবল প্রার্থীদের বাদ দেইনি। যারা উইনেবল-ইলেক্টেবল নয়, তারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে; সকল পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য মনোনয়নের ক্ষেত্রে প্রযোজ্য।

Description of image

গতকাল বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কৌশলগত কারণে কিছু ক্যাটাগরির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং তা আর প্রকাশ করা হচ্ছে না। দুদিন অপেক্ষা কর।’

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।