পুলিশে পদোন্নতি, এএসপি হলেন ২৬ পরিদর্শক

0

বাংলাদেশ পুলিশের ২৬ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। রোববার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদোন্নতির বিষয়টি জানানো হয়।

তাদের মধ্যে ২২ জন ইন্সপেক্টর (নিরস্ত্র) বিভিন্ন ইউনিটের দায়িত্বে ছিলেন, বাকি চারজন ছিলেন ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (শহর ও যানবাহন)।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন ডিএমপির আবদুল মালেক, চট্টগ্রামের কেশব চক্রবর্তী, সিআইডির সেলিম হোসেন, এসবির আজিজুর রহমান সরকার, ডিএমপির তারেকুল ইসলাম, মাদারীপুরের মনোয়ার হোসেন চৌধুরী, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের এসএম ইকবাল আহমেদ, সিআইডির মো. শরিফউদ্দেলা, নড়াইলের এসকে আবদুল্লাহ আল সাঈদ, সিআইডির গাজী রুহুল ইমাম, এসবি মোঃ সৈয়দুজ্জামান, এসবিআই মোহাম্মদ সহিদ উল্যাহ, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের শেখ মো. জিয়াউল ইসলাম, জামালপুরের এমএম মঈনুল ইসলাম, আরএমপির মির্জা মো. আবদুস ছালাম, বরিশালের মোঃ আলী আরশাদ, ডিএমপির শহিদুল ইসলাম, সিআইডির রবিউল ইসলাম, এসবিআইয়ের মমিনুর রহমান, গাজীপুরের আমির হোসেন, পিবিআইয়ের (যশোর) একেএম ফসিহুর রহমান, পিবিআইয়ের নিজাম উদ্দিন, ডিএমপির ইয়াছিন আলম খান, ডিএমপির আলাউদ্দিন খান। ডিএমপির আল আজাদ, নওগাঁর বিকর্ণ কুমার চৌধুরী ও সিএসপি জহুরুল মো. ইসলামী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *