দেশে ১০ হাজারের বেশি ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

0

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন ঢাকার বাসিন্দা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গুতে সারা দেশে ৮৪৬ জনের মৃত্যু হয়েছে।

Description of image

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন হাজার ২৭ জন রোগী ভর্তি হয়েছেন।

এদের মধ্যে ২ হাজার ১৭৮ জনকে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আগামী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ জন।

বছরের একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৮১৪ জন। বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।