গণপরিবহনে শিক্ষার্থী ভাড়া অর্ধেক করার দাবিতে রিট

0

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গণপরিবহনে (ট্রেন, বাস ও লঞ্চ) ভাড়া অর্ধেক করার দাবিতে রিট আবেদন করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

রিট আবেদনে বলা হয়, সংবিধানের ১৭ অনুচ্ছেদে সরকার শিক্ষার নিশ্চয়তা দেয়। সেজন্য শিক্ষার খরচ সরকারকেই বহন করতে হবে।

রিট আবেদনে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য সব ধরনের পরিবহনে কেন অর্ধেক ভাড়া নির্ধারণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করার অনুরোধ জানানো হয়েছে।

রিট আবেদনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *