জানুয়ারি 31, 2026

চমেক হাসপাতালে দুই দালাল গ্রেপ্তার

9

Description of image

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ। বুধবার হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হোরারপাড়ার মৃদু বৈদ্যের ছেলে রাজীব বৈদ্য ও রাঙ্গুনিয়ার নাটুয়া টিলা এলাকার স্বপন দাসের ছেলে শুভ দাস।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের স্ত্রীরোগ ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। সকাল থেকে তারা সন্দেহজনকভাবে ওয়ার্ডে ঘোরাফেরা করছিল। চিকিৎসার ব্যবস্থা করাসহ বিচিত্র প্রতিশ্রুতি দিয়ে রোগীদের নানাভাবে হয়রানি করত। কৌশলে টাকা আদায় করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।