খুলনায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

0

অসহনীয় গরমে বৃষ্টির আশায় খুলনায় ইস্তিস্কা নামাজ আদায় করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর শহীদ হাদিস পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।

নামাজ শেষে দোয়ায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। একই সঙ্গে চোখের জলে বৃষ্টির প্রার্থনা করেন মুসল্লিরা। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও অংশ নেন।

পূজার্থীরা জানান, খুলনায় গত কয়েকদিন ধরে চলছে তাপদাহ। এর সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং। ফলে প্রচণ্ড গরমে মানুষের শ্বাসরুদ্ধকর অবস্থা। বাড়ির বাইরে কোথাও আর স্বস্তি নেই। শ্রমজীবী মানুষ রোদে কাজ করতে করতে হাঁপাচ্ছেন। এছাড়াও বিভিন্ন স্থানে রাস্তার পিচ গলে যাচ্ছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ সমকালকে বলেন, গত ১৬ এপ্রিল খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *