জানুয়ারি 31, 2026

বিগত নির্বাচনের মতো আগামী নির্বাচনও হবে: শিক্ষামন্ত্রী

3

Description of image

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, বিগত নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারও তাই হবে।

সোমবার বিকেলে চাঁদপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মির্জা ফখরুলের কাছে যেকোনো কিছুর ফাঁদ মনে হয়। কারণ তারা সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক ব্যবস্থায় নেই। তারা সব সময় সবার জন্য ফাঁদ তৈরি করে, এখন তারা কিছু দেখে এবং মনে করে এটি একটি ফাঁদ। তাদের চিন্তাধারা বিকৃত পর্যায়ে পৌঁছেছে। সরকারের উদ্দেশ্য যথাসময়ে নির্বাচন করা। তারা এটাকে ফাঁদ হিসেবেও দেখছে। তারা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরতে পারবে, তাদের জন্য ততই ভালো, দেশের জন্য মঙ্গল।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান বাবুল, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ প্রমুখ।