বুধবার সকাল থেকে মিরপুর ১০ নম্বর স্টেশনে থামবে মেট্রোরেল

0

মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর ১০-এর উদ্বোধন হবে বুধবার। স্টেশন থেকে যাত্রীরা উঠতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর দিয়াবাড়ি থেকে উত্তরার কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন ২১.২৬ কিলোমিটার মেট্রো লাইনের দিয়াবাড়ি-আগারগাঁও অংশের (এমআরটি-৬) উদ্বোধন করেন। পরদিন থেকে এই দুই স্টেশনের মধ্যে বিরতিহীন ট্রেন চলাচল শুরু হয়। পরে পল্লবী ও উত্তরা সেন্টার স্টেশন চালু করা হয়।

১১.৭৩ কিলোমিটার দীর্ঘ দিয়াবাড়ি-আগারগাঁও সেকশনে ৯টি স্টেশন রয়েছে। উত্তরা দক্ষিণ, মিরপুর ১১, শেওড়াপাড়া, কাজীপাড়া স্টেশনগুলি ২৬ মার্চের মধ্যে মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা সরকারী সংস্থা ডিএমটিসিএল দ্বারা চালু করার পরিকল্পনা করা হয়েছে।

পর্যায়ক্রমে এই চারটি স্টেশন চালু করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। এর মাধ্যমে দিয়াবাড়ী-আগারগাঁও সেকশনের ৯টি স্টেশনই চালু হবে। তিনি আরও বলেন, মিরপুর ১০ স্টেশন জনবহুল এলাকায়। যাত্রীর চাপ থাকবে জেনে হিসাব অনুযায়ী জনবল প্রস্তুত রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টায় যাত্রী পরিবহন শুরু হবে। সকাল ৮টা থেকে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *