বান্দরবানে র‌্যাবের অভিযানে ১৭ জঙ্গি ও কেএনএফের তিন সদস্য গ্রেফতার

0

Description of image

বান্দরবানে অভিযান চালিয়ে ১৭ জঙ্গি ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

দুই দিন ধরে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে। অভিযানকালে মঙ্গলবার সকালে থানচির দুর্গম রেমাক্রি ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে র‌্যাবের আট সদস্য আহত হয়েছেন।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন সাংবাদিকদের বলেন, থানচি এলাকায় জঙ্গিরা জড়ো হচ্ছে এমন খবর র‌্যাব জানতে পেরেছে। ২৮ জানুয়ারি র‌্যাবের একটি দল রেমাক্রি এলাকায় রওনা হয়। মঙ্গলবার ভোরে রেমাক্রি নতুন ব্রিজ এলাকা দিয়ে জঙ্গিরা পার হওয়ার খবর পেয়ে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। র‌্যাব সদস্যদের দেখতে পেয়ে জঙ্গিরা গুলি চালায়। কেএনএফ সদস্যরাও জঙ্গিদের সঙ্গে ছিল। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।