ইরানে দুই দিনে তিন নারী সাংবাদিককে গ্রেপ্তার
মাসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের মধ্যে গত দুই দিনে তিন নারী সাংবাদিককে আটক করা হয়েছে। সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গত ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া তিন নারী সাংবাদিক হলেন মেলিকা হাশেমি, সাইদেহ সাফিয়ে এবং মেহেরনৌশ জারেই। সাইদেহ সাফিয়ে একজন লেখক এবং ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন। মেহেরনৌশ জারেই বেশ কিছু সংস্কারবাদী লেখা লিখেছেন। আর মেলিকা হাশেমী সাহার নামের একটি পত্রিকার সঙ্গে যুক্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, যে তিন নারী সাংবাদিককে আটক করা হয়েছে তাদের এভিন কারাগারে রাখা হয়েছে। এই কারাগারে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তার হওয়া অনেককে রাখা হয়েছে। তবে তাদের আটকের কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। কয়েক মাস ধরে চলা বিক্ষোভে ইরানে প্রায় ৮০ সাংবাদিককে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর নিতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনি মারা যান। ঠিকমতো পোশাক না পরার কারণে মাসা আমিনীকে গ্রেপ্তার করা হয়। মাসা আমিনীর মৃত্যুর প্রতিবাদে দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।