ফেব্রুয়ারি 1, 2026

ইজতেমা উপলক্ষে রোববার মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

4

Description of image

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার মেট্রোরেলের এমআরটি লাইন- ৯ ঘণ্টা চলবে।

বৃহস্পতিবার এমআরটি লাইন-৬ উপ-প্রকল্প পরিচালক (গণযোগাযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্ব ইজতেমার নামাজে অংশ নেওয়া মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলবে।

আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে এই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।