মেট্রোরেলের স্টেশনে শিশুর জন্ম

0

Description of image

বৃহস্পতিবার সকালে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক নারী সন্তানের জন্ম দেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ডিএমটিসিএল ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, ওই নারীর নাম সোনিয়া রানী। আজ সকালে স্বামী সুকান্ত সাহার সঙ্গে মেট্রোরেলে উত্তরা ছেড়েছেন তিনি। ট্রেনটি আগারগাঁও স্টেশনে পৌঁছালে তার প্রসব বেদনা হয়। এরপর স্কাউট সদস্য ও ডিএমটিসিএল কর্তৃপক্ষ তাকে দ্রুত স্টেশনের প্রাথমিক চিকিৎসা কক্ষে নিয়ে যায়। পরে নারী চিকিৎসকের সহায়তায় শিশুটির জন্ম হয়।

মাহফুজুর বলেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।