সাড়ে নয় ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

0

Description of image

ঘন কুয়াশার কারণে গতকাল দুপুর ১টা থেকে আজ শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

পাটুরিয়া ঘাট থেকে নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার সড়কে পারাপারের জন্য ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এই দুটি নৌপথে ২০টি ফেরি দিয়ে যানবাহন চলাচল করে।

আরিচা কার্যালয় বিআইডব্লিউটিসির এজিএম আবদুস সালাম রহমান বলেন, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ১টা থেকে সমুদ্রপথ দেখা না গেলে সামুদ্রিক যানজট এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হবে। কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ১০টায় দুটি সামুদ্রিক রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।