পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে

0

Description of image

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্বজালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুবাই প্রবাসী আব্দুর রহিমের ছেলে আবু জায়েদ (৭) ও আবু রশিদের মেয়ে ইসফা জান্নাত (৪)। তারা দুইজন আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।

প্রতিবেশী আমিনুর রশিদ জানান, বিকেলে দুই শিশুর দাদি নিজের পুকুরে কাপড় পরিষ্কার করেন। এদিকে আবু জায়েদ ও তাসফিয়া দাদীর পেছনে দৌড়ে যায়। দাদি কাপড় ধুয়ে বাসায় আসে। পরে তাদের দেখা না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ওই দুইজনকে। একপর্যায়ে তাদের দুজনকে পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।