করোনায় ১ দিনে ৬ জনের মৃত্যু, শনাক্তের হার ১৩.৫৮

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষার বিপরীতে সনাক্তকরণের হার ১৩.৫৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৫৯ জন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার শনাক্তকরণের হার ছিল ১২ দশমিক ৯৬ শতাংশ এবং গত শনিবার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তকৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৬০৫ জন, ময়মনসিংহ বিভাগের ২৩ জন, চট্টগ্রাম বিভাগের ২৮ জন, রাজশাহী বিভাগের ৩১ জন, খুলনা বিভাগের ৭ জন, বরিশাল বিভাগের ১৪ জন এবং সিলেট বিভাগের ১০ জন। রংপুর বিভাগে ২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং নতুন কোনো করোনা শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত ৪৩৬ জন সুস্থ হয়েছেন। মোট ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন সুস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *