জানুয়ারি 31, 2026

জবি শিক্ষার্থীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গ্রেফতার ৩

8

Description of image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ওপর হামলা করেছে একদল কিশোর। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর কাপ্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ছাত্রের নাম আব্দুল মজিদ চৌধুরী শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র এবং দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি।

এ ঘটনায় উৎসব, হোসেন ও জীবনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর উৎসব উত্তেজিত হয়ে বলেন, ‘আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক নেতা সাব্বির ভাইয়ের রাজনীতিতে আছি।’

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, ভোরে অফিস থেকে বাসায় ফিরছিলাম। আমি ওয়ারী থানার কাপ্তান বাজারে রওশন হোটেলের সামনে পৌঁছালে ৮/১০ জন মাদকাসক্ত কিশোর আমার ওপর হামলা চালায়। আমি নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাংবাদিক পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়। পরে আমি ৯৯৯ নম্বরে কল দিলে ওয়ারী পুলিশ এসে আমাকে উদ্ধার করে।

ওয়ারী থানার উপ-পরিদর্শক সৌরভ সাহা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়েছে।