উখিয়ায় ট্রাকের ধাক্কায় ৪ জন নিহত

0

Description of image

কক্সবাজারের উখিয়া উপজেলার হিজলিয়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওসি জানান, উখিয়া থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা টেকনাফগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি গাড়ি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।