বাইশারীতে দিনে দুপুরে সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা, অভিযোগ দায়ের

0

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাইশারীতে দিনে দুপুরে সন্ত্রাসী কায়দায় অন্যের জমি দখলে দেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে জমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পি এইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্ট লিমিটেডের সুপার ভাইজার হেফাজতুর রহমান বাদী হয়ে হয়ে বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী গ্রামের বাসিদা সাবেক চেয়ারম্যান নূরুল হাকিমের পুত্র ছালেহ নর করিম প্রকাশ রিপনের বিরুতে বাইশারী তদন্ত কেন্দ্রে একখানা লিখিত অভিযোগ দায়ের করছেন। ছালেহ নূর করিম বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। লিখিত অভিযোগে জানা যায় উপজেলার বাইশারী ইউনিয়নের ২৭৮ নং বাইশারী মৌজার ১১ নং সীটের ১১নং উৎপাদন এলাকায় গত ১৯ জুন ২১ ইং তারিখে সকাল ১০ টার দিকে- অজ্ঞাত নামা ৫/৬ জন লোক নিয়ে রাবার বাগান এলাকায় অনধিকার প্রবেশ করিয়া পিএইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্ট লিমিটেডের জমি জবর দখল করার উদ্দেশ্য জমিতে জোরপূর্বক ঘর নির্মানের চেষ্টা চালায়। বাধা দিতে গিয়ে ওল্টো গালমন্দ সহ হুমকি প্রদান করেন। উক্ত ঘটনায় যে কোন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে মনে করে পিএইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্ট লিমিটেডের পক্ষ থেকে সুপার ভাইজার হেফাজতুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। এছাড়াও একইভাবে গত ২৩ জুন ২২ ইং তারিখে পিএইচপি লেটেক্স এন্ড বাবার প্রোডাক্ট লিমিটেডের হিসাব রক্ষক বাদী হয়ে বাইশারী ইউনিয়ন পরিষদে ও উক্ত ব্যক্তির বিরুদ্ধে একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিষদের পক্ষ থেকে উভয় পক্ষকে নোটিশ জারী করেন বলে পরিষদের সচিব মোঃ শাহাজাহান জানান। তিনি আরো বলেন গত ৩০ জুলাই পরিষদ কার্যালয়ে উভয় পক্ষকে হাজিরার নোটিশ প্রদান করা হলে বাদী পক্ষ হাজীর কিন্তু বিবাদী আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে হাজিরা থেকে বিরত থাকে। জমি জবর দখলের বিষয়ে অভিযুক্ত ছালেহ নূর করিমের সাথে আলাপচারিতায় কথা হলে তিনি দাবি করেন তাদের ওখানে ১৪ নং একটি প্লট বরাদ্ধ পেয়েছেন তার পিতা। সেটাই দখলের চেষ্টা চালাচ্ছে। তবে তার পিতা ১৪ নং প্লটটি রেজু কোম্পানি কে বিক্রি করে দেন আজ থেকে বিগত ১৬ বছর আগে। আবার রেজু কোম্পানি বাপ্পু কোম্পানি কে পুনরায় বিক্রি করে দেন বলে স্থানীয়দের দাবী । বাগানের আশ পাশের এলাকার লোকজন সহ উক্ত বাগসনে দায়িত্ব রত শ্রমিকদের দাবী দীর্ঘ বছর যাবৎ তারা ঐ বাগানের জায়গা ভোগ দখলে আছে। হঠাৎ দিনে দুপুরে সন্ত্রাসী কায়দায় অজ্ঞাত নামা লোকজন নিয়ে জায়গা দখলের চেষ্টায় তারা ও হতবাক।

এবিষয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ আবুল হাসেম বলেন ঘটনাটি সত্যি আমি অভিযোগ পেয়ে পেনাল কোড ১৫৪ ধারা মোতাবেক সতর্কীকরণ নোটিশ প্রদান করা হয়েছে উভয় পক্ষকে। পাশাপাশি বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে। যার নং ৪৩১ ১৯/৭/২২ইইং। উক্ত নোটিশে উভয় পক্ষকে ভূমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ সহ কাজ না করার অনুরোধ জানান এবং স্থানীয় অথবা বিজ্ঞ আদালতের মাধ্যমে মিমাংসা না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় নির্দেশ প্রদান করেন। বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন আমি অভিযোগ পেয়ে পরিষদের পক্ষ থেকে উভয় পক্ষকে নোটিশ জারী করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *