জানুয়ারি 30, 2026

হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগা এস্টেটে দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও লঙ্গরখানার শুভ উদ্বোধন

Untitled_design_-_2026-01-15T112511.490_1200x630

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহমাতুল্লাহ আলাইহি) দরগা এস্টেটে অবস্থিত দি মখদুম ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও মখদুমী লঙ্গরখানার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

Description of image


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেবাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর সুযোগ্য বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক (ডিসি) জনাব আফিয়া আক্তার।
উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি চোখের ছানি পরীক্ষা ও অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পে প্রায় ২৫০ জনেরও বেশি গরিব ও অসহায় রোগীর চোখের ছানি পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয়দের জন্য অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়।


অনুষ্ঠানে আঞ্জুমানে আশরাফি চ্যারিটেবল ট্রাস্টের হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগা ইউনিটের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগা এস্টেটের ট্রাস্টি মেম্বার ডাঃ মো. সুরায়েত রহমান রক্তিম আশরাফি।