জানুয়ারি 30, 2026

নরসিংদীতে কলেজছাত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে ৩ জন গ্রেফতার

Untitled_design_-_2026-01-04T114028.355_1200x630

নরসিংদীতে কলেজছাত্রী হত্যাচেষ্টার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২ জানুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক শ্রী রামকৃষ্ণ দাস। গ্রেফতারকৃতরা হলেন বদরপুরের উত্তরপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে শিপন (২৭), সুলতান মিয়ার ছেলে আবুল হাসেম (৬২) ও আবুল কাশেম (৬০)।
পারিবারিক বিরোধের জেরে গত বছরের ২৬ ডিসেম্বর আসামিরা হাজীপুরের বদরপুর এলাকার রউফ মিয়ার মেয়ে দিনা আক্তারকে (১৭) কুপিয়ে রক্তাক্ত জখম করে। এর পরিপ্রেক্ষিতে দিনার বাবা রউফ মিয়া বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় লিখিত অভিযোগ করেন। নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক শ্রী রামকৃষ্ণ দাস জানান, পারিবারিক বিরোধের জের ধরে অভিযুক্তরা কলেজছাত্রীকে কুপিয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Description of image