রাজবাড়ীতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ইদারা মোড়ে একটি প্রাইভেটকারের ধাক্কায় মাকছেদ মণ্ডল (মুচাই) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাকছেদ মণ্ডল জশাই ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত বসরত মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬:২০ মিনিটে ইদারা মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু ঘটে।
অন্যদিকে, রাজবাড়ীর নতুন বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজবাড়ী সদর উপজেলার বানিবাহ এলাকার লিনাব হাসান শান্ত (২২) নিহত হয়েছেন। গতকাল ওই এলাকায় তার মোটরসাইকেল চলার সময় দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহলাদীপুর হাইওয়ে থানা ও পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

