মদ্যপানের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বাবুর্চি নিহত
গাজীপুরে সুমন কস্তা (৪৫) নামে এক বাবুর্চিকে ‘মদ্যপ’ বন্ধু ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার রাঙামাটি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন কস্তা উপজেলার তুমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকার মৃত সুকান্ত কস্তার ছেলে। পেশায় তিনি রান্না করতেন। ঘটনার অভিযুক্ত তার বন্ধু নন্দন ডি কস্তা (৪৬)। তিনি একই এলাকার গিলবার্ট ডি কস্তার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সুমন কস্তা তার বন্ধু নন্দন ডি কস্তার বাড়িতে যান। সেখানে দুজনে একসাথে মদ্যপান করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নন্দন ডি কস্তা সুমন কস্তাকে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার পর অভিযুক্ত নন্দন মৃতের লাশ বাড়ির কাছের একটি পুকুরে ফেলে দেয়, মাদুর দিয়ে ঢেকে পালিয়ে যায়। পরে, বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের বুকে, ঘাড়ে এবং মুখে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত নন্দন ডি কস্তার বিরুদ্ধে আগেও ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ ছিল। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

