জানুয়ারি 30, 2026

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনও মৃত্যু হয়নি, ১২৬ জন হাসপাতালে ভর্তি

Untitled_design_-_2025-12-22T165826.858_1200x630

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে কোনও মৃত্যু হয়নি। তবে এই সময়ে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে ১২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ২০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২৫ জন এবং সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৭৪ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর সাথে এ বছর ১ লক্ষ ৮৪৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪১২ জনের মৃত্যু হয়েছে। আর এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২,০৮২ জন।

Description of image