জানুয়ারি 30, 2026

বাউফলে ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু

Untitled_design_-_2025-12-22T110430.983_1200x630

পটুয়াখালীর বাউফলে অবৈধ মাহেন্দ্র ট্রলির ধাক্কায় হাফসা ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাফসা উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আমিন খান এবং জেবিনা আক্তারের মেয়ে। গতকাল রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালিশুরি স্লব হাসপাতালের সামনের রাস্তায় একটি ইটবাহী মহেন্দ্র ট্রলি শিশু হাফসার উপর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা মীম ব্রিক ফিল্ড নামক একটি ইটভাটা থেকে মাহেন্দ্র ট্রলি চালক রফিক এবং তার সহকারী রিফাতকে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেয়। ঘাতক মাহেন্দ্র ট্রলি মীম ব্রিকস ফিল্ডের পণ্য পরিবহন করছিল। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমাদেরকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Description of image