জানুয়ারি 30, 2026

ইন্দুরকানি ও ভান্ডারিয়ায় যৌথ অভিযানে ৩.৫ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ জাল ধ্বংস, ২ জেলেকে কারাদণ্ড

Untitled design - 2025-10-16T120203.163

পিরোজপুরের ইন্দুরকানি ও ভান্ডারিয়া উপজেলায় কাঁচা নদীতে ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে দুই জেলেকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের সার্বিক তত্ত্বাবধানে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
ইন্দুরকানি উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, ভান্ডারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এবং পারেরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানকালে কাঁচা নদী থেকে প্রায় ৬ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩ হাজার ৫০০ মিটার এলিশা জাল জব্দ করা হয়। পরে ভান্ডারিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে দুই জেলেকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বাবু (৩০), বাবা- এ. বারেক খান এবং ইব্রাহিম (৩৫), বাবা- মৃত্যু জয়নাল খান। তাদের দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের পর উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, “ইলিশ প্রজনন মৌসুমে কেউ যাতে আইন লঙ্ঘন না করে সেজন্য প্রশাসন, পুলিশ এবং মৎস্য বিভাগ একযোগে কাজ করছে। ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Description of image