জানুয়ারি 31, 2026

যাত্রীদের ভুল বিমানে তুলে দেওয়ার ঘটনায় তিন ঘণ্টার ভোগান্তি

Untitled design - 2025-09-21T114102.750

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহার উদ্দেশে যাত্রীদের নেওয়া হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ফ্লাইটে। তবে রহস্যজনক কারণে ২৭২ যাত্রী প্রথমে মদিনা রুটের বিজি-৩৩৭ ফ্লাইটে উঠান। ১৫ মিনিটের রানওয়েতে চলার পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ফেরত আসে।
ঘটনায় যাত্রীদের ৩ ঘণ্টার বেশি সময় ভোগান্তি পোহাতে হয়। বিষয়টি নিয়ে বিমানবন্দরে তোলপাড় শুরু হলেও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন। অপারেশন বিভাগ ইঞ্জিনিয়ারিং বিভাগকে দোষারোপ করছে, উল্টো ইঞ্জিনিয়ারিং বিভাগকও।
বিমানের এক কর্মকর্তা বলেন, উড়োজাহাজ পরিবর্তনের নিয়ম অনুসরণ করা হয়নি, অনুমতি ছাড়া অন্য বিমানে যাত্রী ওঠানো হয়েছে। বেসামরিক বিমান চলাচল বিশেষজ্ঞ এয়ার ভাইস মার্শাল (অব.) মফিদুর রহমান বলেন, এ ধরনের দায়িত্বহীনতা আন্তর্জাতিক নিরাপত্তা ও দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।
ফ্লাইটটি রাত ৯টার পর নির্ধারিত উড়োজাহাজে স্থানান্তর করে দোহার উদ্দেশে প্রস্থান করে। ঘটনার সঠিক কারণ ও নির্দেশদাতা এখনও স্পষ্ট নয়।

Description of image